সাংবাদিকদের অধিকার আদায়ের লক্ষ্যে কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। গত শুক্রবার রাতে জেলা শহরের সমবায় ব্যাংক ভবনে আয়োজিত এক সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিডিচ্যানেল ৪ এর প্রধান সম্পাদক আহমাদ ফরিদ।
সভার শুরুতেই বিভিন্ন সময় হামলা-নির্যাতনের শিকার নিহত সাংবাদিকদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
পরে সভায় স্বাগত বক্তব্য রাখেন বিডিচ্যানেল ৪ এর প্রধান সম্পাদক আহমাদ ফরিদ। দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম তুষারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি মুশফিকুর রহমান, দৈনিক খবরের জেলা প্রতিনিধি মিনহাজ কোরায়শি ছোটন, দৈনিক সারাদিনের নির্বাহী সম্পাদক জাবেদ ইকবাল, বিডিটোয়েন্টি ফোরলাইভ.কমের জেলা প্রতিনিধি শাখাওয়াত হোসেন আকাশ, যায়যায়দিনের জেলা প্রতিনিধি আশরাফ আলী, নয়া শতাব্দীর জেলা প্রতিনিধি মামুন উজ্জ্বল, ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি রাজিবুল হক সিদ্দিকী, দৈনিক সংবাদ সারাবেলার জেলা প্রতিনিধি ইমরান হোসেন, বিডি চ্যানেল ফোরের সাদেক আহমেদ প্রমুখ।
পরে সর্বসম্মতিমে কণ্ঠভোটের মাধ্যমে বিডিচ্যানেল ফোরের প্রধান সম্পাদক সিনিয়র সাংবাদিক আহমাদ ফরিদকে আহ্বায়ক এবং দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম তুষারকে সদস্য সচিব নির্বাচিত করে ‘কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন ' এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এ সময় সভায় বিভিন্ন গণমাধ্যমে জেলায় কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
টিএইচ